GIF

জাপার কো-চেয়ারম্যান হচ্ছেন জিএম কাদের!


ঢাকা: জাতীয় পার্টিতে সর্বময় ক্ষমতার মালিক পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। কিন্তু তার এই পদের পরেই আরও একটি পদ ‍সৃষ্টি করা হচ্ছে। কিন্তু তার অথবা রওশন এরশাদের অবর্তমানে দলের কাণ্ডারি কিংবা তাদের উত্তরসূরী হিসেবে একজনকে গড়ে তুলতে কো-চেয়ারম্যান নামে নতুন একটি পদ সৃষ্টি করা হচ্ছে। আর এ পদে দায়িত্ব দেয়া হচ্ছে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই জাপার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরকে।
মূলত চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভবিষ্যতে পার্টিকে রক্ষা, নিজ পরিবারের সদস্যদের পার্টিতে অবস্থান শক্ত করতে এবং চলমান সময়ে দলের নানা বিষয় দেখভাল করতেই এই পদের সৃষ্টি করে। তবে কেউ কেউ বলছেন কোনমতেই যাতে অন্য ব্যক্তিরা দলকে কুক্ষিগত করতে না পারেন এসব কথা বিবেচনা করেই এই পদের সৃষ্টি করা হচ্ছে।


0 comments:

Post a Comment

 
Top