GIF

আমি এম কে হাসান,লালমনিরহাট-কে বলছি

এম কে হাসান,লালমনিরহাট নামে যে ফেইজবুক আইডি চালানো হয়। আমি শ্রদ্ধেয় এম কে হাসান ভাই এর উদ্দেশ্য বলছি।
আপনি আপনার টাইমলাইনে জাতীয় পার্টির উচ্চ পর্যায়ের বিভিন্ন পদ-পদবী নিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন তা আপনি করতে পারে না।
এতে সাধারণ সমর্থকদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়। আপনি যদি জাতীয় পার্টিও ভাল চাইতেন তাহলে এটা করতেন না। আপনার পদবী আমার জানা নাই। আপনি যে-সব পোষ্ট করেন তাতে দেখতেছি আপনি হুসেইন মুহম্মদ এরশাদের চেয়ে বড় নেতা হয়ে গেছেন।
আপনার মত ফালতু লোকের কারনেই আজ অনলাইনের অনেক ত্যাগী নেতা জাতীয় পার্টি নিয়ে লেখালেখি বন্ধ কওে দিয়েছে। তাই আপনার প্রতি আমাদের অনুরোধ অনতিবিলম্বে এই সব বন্ধ করেন। আপনি যদি জাতীয় পার্টির ভাল চান তাহলে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯ বছরের সাশন আমল নিয়ে ভাল কিছু লিখেন। তিনি যে সকল উন্ননয় করেছেন তা সকল সাধারণ মানুষের কাছে তুলে ধরুন। আমরা সকলে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ কেই নেতা মানি মানব।
আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার জন্য পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশ মোতাবেক কাজ করে যাব।

1 comments:

  1. Mohegan Sun - Casino - Jackson, CT
    Mohegan 익산 출장안마 Sun Casino is the newest 경산 출장샵 casino to open in the United States of America. It opened in 2004 and is owned by the 전라북도 출장샵 Mohegan Tribe 김해 출장안마 of 경상북도 출장마사지 Connecticut.

    ReplyDelete

 
Top