সাড়া বিশ্বে চলছে মুসলিম নিধন কর্মসুচী, পাশা পাশি ইসলামকে বিতর্কীত করার নব নব প্রয়াস, আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে চলছে অপ প্রচার । ইসরাইলের ইহুদী নাছারা ফিলিস্তিনে পবিত্র রোজার মাসেও মুসলিমদের উপর পিশাচের মতো হত্যাযজ্ঞ চালিয়েছে, শিশুদেরকে নির্মম ভাবে হত্যা করেছে । ভারতে হিন্দুরাও মুসলিমদের পুড়িয়ে মেরেছে । মিয়ানমারের বৌদ্ধরা মুসলিমদের এমন ভাবে নির্যাতন করে হত্যা করছে যা পৃথিবীর সকল র্ববরতাকে হার মানিয়েছে । শুনেছি বৌদ্ধ ধর্মে জীব হত্যা মহাপাপ, তাহলে ওরা পৈশাচিক হত্যাযজ্ঞ কি করে করছে ? আর মুসলিমদের প্রতি ওদের এত ক্ষোভ কেন ? এটাকি ধর্মীয় বিদ্বেষ ? নাকি কারো রাজনৈতীক প্রতিহিংসার বহিঃপ্রকাশ ? কি বিভৎষ নির্মমতায় তারা মুসলমানেদের পরিবার সুদ্ধ এমনকি গ্রাম সুদ্ধ সবাইকে হত্যা করছে, ঘর বাড়ী জ্বালিয়ে দিচ্ছে, যুবতী মেয়েদের ধর্ষন করছে, যুবক আবাল বৃদ্ধ শিশুদের হত্যার উৎসবে মেতে উঠেছে । বিশ্ব বিবেক এখনো নিশ্চুপ হয়ে আছে, যেন কিছুই করার নেই কারো । মুসলিম দেশ গুলোও মুখে কুলুপ এটে তামাশা দেখছে, কোন প্রতিক্রিয়া নেই, কেন ? এর জবাব কে দেবে ? কেউ জবাব দিক আর না দিক শুধু বলতে চাই মুসলিমদের যে নির্যাতন মায়ানমারে চলছে, তা বন্ধ করার জন্য পাশ্ববর্তী মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে বাংলাদেশের চুপ থাকা উচিৎ নয় ।
কবি,রসিদ সিদ্দিকী
0 comments:
Post a Comment