সংক্ষিপ্ত পরিচিতি কবি-হুসেইন মুহম্মদ এরশাদের
==========================
কবি, রাষ্ট্রনায়ক ও রাজনীতিবিদ হুসেইন মুহম্মদ এরশাদ- এর জন্ম ১৯৩০ সালে উত্তরাঞ্চলীয় জেলা রংপুরে। তাঁর পিতা ছিলেন একজন খ্যাতনামা আইনজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫০ সালে তিনি স্নাতক ডিগ্রী লাভ করেন। স্কুলে পড়ার সময়েই তাঁর প্রথম কবিতা রচনার প্রয়াস। বাংলাদেশের প্রকৃতি আর মানুষ কবির সকল মুগ্ধতার মধ্যে একটি একান্ত নিস্বর্গের মতো জন্ম নিয়েছিলো সেই কৈশোর কালেই। পেশা হিসেবে তিনি বেছে নিয়েছিলেন সৈনিকের জীবন। ১৯৫২ সালে তিনি সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ১৯৭৮ এ বাংলাদেশ সেনাবাহিনী চীফ অব স্টাফ নিযুক্ত হন এবং লেফটেল্যান্ট জেনারেল পদে উন্নীত হন। ১৯৮২-র ২৪ মার্চ বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের সভাপতি পদে অধিষ্ঠিত হন। ১৯৮৬ সালের ১৫ অক্টোবর তিনি রাষ্ট্রপতি নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করেন। খেলাধুলার প্রতি তাঁর আসক্তি সর্বজনবিদিত। ক্রীড়া সংগঠক হিসেবে তিনি লাভ করেছেন জাতীয় পুরস্কার। সংগীতে তাঁর অনুরাগ প্রবল। ব্যক্তিগত জীবনে কবি এরশাদ মৃদুভাষী এবং মিষ্টি ¯^ভাবের মানুষ। এ পর্যন্ত তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে, “কনক প্রদীপ জ্বালো”, “এক পৃথিবী আগামী কালের জন্য”, “নির্বাচিত কবিতা”, “নবান্নে সুখের ঘ্রাণ”, “যুদ্ধ এবং অন্যান্য কবিত”, “এরশাদের কবিতা সমগ্র”, “ইতিহাসে মাটির চেনা চিত্র” ও “ যেখানে বর্ণমালা জ্বলে”। “কারাগারে নিঃসঙ্গ দিনগুলো” তাঁর নবম কাব্য গ্রন্থ।
কবি, রাষ্ট্রনায়ক ও রাজনীতিবিদ হুসেইন মুহম্মদ এরশাদ- এর জন্ম ১৯৩০ সালে উত্তরাঞ্চলীয় জেলা রংপুরে। তাঁর পিতা ছিলেন একজন খ্যাতনামা আইনজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫০ সালে তিনি স্নাতক ডিগ্রী লাভ করেন। স্কুলে পড়ার সময়েই তাঁর প্রথম কবিতা রচনার প্রয়াস। বাংলাদেশের প্রকৃতি আর মানুষ কবির সকল মুগ্ধতার মধ্যে একটি একান্ত নিস্বর্গের মতো জন্ম নিয়েছিলো সেই কৈশোর কালেই। পেশা হিসেবে তিনি বেছে নিয়েছিলেন সৈনিকের জীবন। ১৯৫২ সালে তিনি সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ১৯৭৮ এ বাংলাদেশ সেনাবাহিনী চীফ অব স্টাফ নিযুক্ত হন এবং লেফটেল্যান্ট জেনারেল পদে উন্নীত হন। ১৯৮২-র ২৪ মার্চ বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের সভাপতি পদে অধিষ্ঠিত হন। ১৯৮৬ সালের ১৫ অক্টোবর তিনি রাষ্ট্রপতি নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করেন। খেলাধুলার প্রতি তাঁর আসক্তি সর্বজনবিদিত। ক্রীড়া সংগঠক হিসেবে তিনি লাভ করেছেন জাতীয় পুরস্কার। সংগীতে তাঁর অনুরাগ প্রবল। ব্যক্তিগত জীবনে কবি এরশাদ মৃদুভাষী এবং মিষ্টি ¯^ভাবের মানুষ। এ পর্যন্ত তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে, “কনক প্রদীপ জ্বালো”, “এক পৃথিবী আগামী কালের জন্য”, “নির্বাচিত কবিতা”, “নবান্নে সুখের ঘ্রাণ”, “যুদ্ধ এবং অন্যান্য কবিত”, “এরশাদের কবিতা সমগ্র”, “ইতিহাসে মাটির চেনা চিত্র” ও “ যেখানে বর্ণমালা জ্বলে”। “কারাগারে নিঃসঙ্গ দিনগুলো” তাঁর নবম কাব্য গ্রন্থ।
একটি অঙ্গীকার (২)
আমার কিছু কথা
কারাগারে নিঃসঙ্গ দিনগুলো
শ্রাবনের সৃষ্টিতে
0 comments:
Post a Comment