আমি আবার আসবো
মীর মোঃ নাজিম উদ্দিন ভূইয়া
আমি আবার আসবো
তোমার বৈকালী চায়ের কাপে
ধোঁয়া হয়ে উড়ব চোখের সামনে।
আবার আসব তোমার আহ্লাদ খুনসুটিতে ,
কান্নার মাঝে হাসি হবো ।
কিংবা কখনো খেয়ালী সন্ধ্যায়
লোডশেডিং হবো তোমার বেডরুমে ।
জ্বোনাক হবো জানালার পাশে ।
পারলে ফিরিয়ে দিও।
দেখি কতটা কঠিন তুমি ।
0 comments:
Post a Comment