GIF

সারা দেশে অবহেলিত শিক্ষা প্রতিষ্টানে ছাত্রদের প্রিয়মুখ, জাতীয় ছাত্র সমাজের অহংকার কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি সৈয়দ মো. ইফতেখার আহসান হাসান ভাই ও মিরু ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশে জেলা ও উপজেলায় জাতীয় ছাত্র সমাজ এগিয়ে যাচ্ছে। খুব সহজে দূর্বার গতিতে... তার বলিষ্ঠ নেতৃতে আগামীতে জাতীয় ছাত্র সমাজের নতুন দিগন্ত ঘটবে সারা বাংলায়...হাসান ভাই এগিয়ে চলো,আমরা আছি তোমার সাথে । এমন কি এড. আবদুল হামিদ ভাষানীর ভাইয়ের পরে আমি হাসান ভাইকে দেখি । কারন তিনি জেলা ও উপজেলার নেতাকর্মীদের কুছ খবর রাখেন এর আগে যারা সভাপতি ও সম্পাদক ছিল তারা অহংকারে কথা বলতেন না । সেই জন্য হাসান ও মিরু ভাইয়ের নেতৃত্বে অনেক জেলা ও উপজেলায় জাতীয় ছাত্র সমাজ কি কোন পাটির কারো জানা ছিলনা আজ আমার প্রিয় নেতা এরশাদ স্যারের হাতে গড়া সংগঠন হিসাবে চেনার এদের অবদান কম নয় আজ অনেক জায়গায় শক্তিশালী সংগঠন জাতীয় ছাত্র সমাজ। 









মোঃ আক্তার হোসেন,যুম্ন আহ্বায়ক
 জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটি।

0 comments:

Post a Comment

 
Top