নবগঠিত ওসমানীনগর উপজেলায় প্রথম টি.আর খাবিখা বরাদ্দ এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া কে ওসমানীনগর উপজেলা জাতীয় ছাত্রসমাজের অভিনন্দন------------------------------------------------- সিলেট-২আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া নির্বাচিত হয়ে প্রথম নির্বাচিত অঙ্গিকার ওসমানীনগর বাসীর দির্ঘ দিনের প্রানের দাবী ওসমানীনগরকে উপজেলায় বাস্তবায়ন করে ওসমানীনগরের জনগনের মুখে হাসি ফুটিয়ে প্রমান করলেন জনগনের কাছে দেয়া ওয়াদা বাস্তবায়নে বদ্ধ পরিকর এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার নিরলস পরিস্রমের ফসল ওসমানীনগর উপজেলায় প্রথম বরাদ্দ বিশেষ.এবং সাধারন.টি.আর. খাবিখা গত ৩০শে এপ্রিল ওসমানীনগর উপজেলার নামে বরাদ্দ আসায় ওসমানীনগর উপজেলা জাতীয় ছাত্রসমাজের পক্ষ থেকে প্রানডালা অভিনন্দন শুভেচ্ছা ও কৃতঘ্বতা জ্ঞাপন করছি (শুভেচ্চা ও কৃতঘ্বছ্বিত্তে.জাবের আহমদ চৌধুরী আহবায়ক ওসমানীনগর উপজেলা জাতীয় ছাত্রসমাজ)
0 comments:
Post a Comment