জাতীয় পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বৃহত্তর ময়মনসিংহের প্রানের
স্পন্দন,ময়মনসিংহ -০৭ ত্রিশাল আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব
এম.এ.হান্নান সাহেব এর নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা অবিলম্বে
প্রত্যাহারে দাবীতে স্থানীয় মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ,হিন্দু-বৌদ্ধ ঐক্য
পরিষদ ও দলমত নির্বিশেষে ত্রিশালের সর্বস্তরের জনগন এক প্রতিবাদ মিছিল ও
সমাবেশে অংশগ্রহন করেন।
কিন্তু যার কারনে আমরা আজও বলতে পারি আমি জাতীয় পার্টির নেতা!যে আমাদের কে আজও পাখির বাচ্চার মত ডানার নিচেঁ রেখেন। সেই লোকটি ৭৪ টি মিথ্যা মামলা মাথায় নিয়ে রাজনীতি করছেন জাতীয় পার্টির চেয়াম্যানে পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ। তার জন্য তো নেতা মিথ্যা মামলা জন্য প্রতিবাদ সভা তো দুরের কথা একটি কথাও কেউ বলেনা। অতছ সামান্ন এক জন সংসদ সদস্যর জন্য মিথ্যা মামলা প্রতিবাদে প্রতিবাদ সভা মিছিল করে। তাহলে কি পল্লীবন্ধুর চেয়ে বড় নেতা উনি? হায়রে আমাদের দালাল পার্টি! হায়রে শারত পরেরা আমরা সদারন কর্মীরা অবিসাফ দিচ্ছি তোরা ঠংশ হয়ে যাবি।
কিন্তু যার কারনে আমরা আজও বলতে পারি আমি জাতীয় পার্টির নেতা!যে আমাদের কে আজও পাখির বাচ্চার মত ডানার নিচেঁ রেখেন। সেই লোকটি ৭৪ টি মিথ্যা মামলা মাথায় নিয়ে রাজনীতি করছেন জাতীয় পার্টির চেয়াম্যানে পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ। তার জন্য তো নেতা মিথ্যা মামলা জন্য প্রতিবাদ সভা তো দুরের কথা একটি কথাও কেউ বলেনা। অতছ সামান্ন এক জন সংসদ সদস্যর জন্য মিথ্যা মামলা প্রতিবাদে প্রতিবাদ সভা মিছিল করে। তাহলে কি পল্লীবন্ধুর চেয়ে বড় নেতা উনি? হায়রে আমাদের দালাল পার্টি! হায়রে শারত পরেরা আমরা সদারন কর্মীরা অবিসাফ দিচ্ছি তোরা ঠংশ হয়ে যাবি।
0 comments:
Post a Comment