GIF

প্রতিটি মানুষের অন্তরে
--- হুসেইন মুহম্মদ এরশাদ

কথাতো হয়েছে অনেক, এখন কাজ।
ধারালো করে ভাষার ব্যবহার, একুশের রক্তাক্ত
দিনগুলোকে আরো অন্তরঙ্গ করার অঙ্গীকার
ভুলে বসে আছি আমরা সবাই, সাত সকালে
যাত্রা করেও পিছিয়ে পড়েছি অনেক, বেমালুম
গুলিয়ে ফেলেছি পথ, চূড়ান্ত নয় এখনো গন্তব্যস্থল।
কেনো এই সংকট ?
কেনো এই বিভ্রান্তি মনে ?

ক্ষেতের অন্তর থেকে ফসল তোলার কাজে
আন্তরিক নই কেনো সকাল-বিকাল, কেনো
দেশ ছাড়া এদেশের পাখি, গান এবং বাউল ?
এর উত্তর হয়তো কোথাও আছে কিংবা নেই
তবুও বেঁচে আছে মাঠ-ঘাট-বন্দর ও অন্য সকাল।
হাঁসি কান্নার নিয়মিত সুর বাজে না
কানে, অবিরাম কর্কশ কন্ঠ পুড়িয়ে চলেছে মন
দিন যাপনও তেমন পরিচ্ছন্ন নয়- সবখানে
সভ্যতার আকাল।

আর না অহেতুক কান্না কিংবা কলহ
শেষ করো নিæমানের কথোপকথন
এসেছে সময়-
হিসেব নেবার। এ হিসেব খাদ্য বাসস্থান
স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও উন্নত যাত্রার
প্রতিটি অঙ্গনে জোয়ার সৃষ্টির;
মুখের ভাষা, ইতিহাস, ঐতিহ্য
সবকিছু গাঁথা
এই মাটিতে, মাঠে, ঘাটে, ক্ষেতে খামারে-
প্রতিটি মানুষের অন্তরে;

প্রতিটি পদক্ষেপ এখন
প্রয়োজন শুধু প্রিয় দেশ, প্রিয় ভাষার প্রতি
অবিচল থাকার দৃঢ়তা আর
দেশকে বাঁচানোর সাহসী সংষ্কার।

0 comments:

Post a Comment

 
Top