GIF

অন্তহীন বাসনা

কাল সারা রাত
কেটেছে মোর তোমার সাথে
তোমার মুখে, তোমার বুকে
চুম্বনে আলিঙ্গনে কেকামনি
শুধু তোমার সাথে।
গভীর রাতে হঠাৎ করে তুমি এলে
নিজের মনেই আমায় তুমি জড়িয়ে নিলে
কত কথা, কত আদর
আমায় তুমি ভরিয়ে দিলে
বললে, তুমি কেমন আছো?
আমি কি তোমায় ছাড়া
ভালো থাকতে পারি- থাকা কী যায়!

0 comments:

Post a Comment

 
Top