GIF

হে সুধীবৃন্দ
-------হুসেইন মুহম্মদ এরশাদ


সুধী, এমন সভায় প্রথম এলে
আমার নিমন্ত্রণে;
হৃদয়টা তাই নাচলো সুখে
এই মিলনের দিনে।
সবার প্রতি শ্রদ্ধা ছিলো
গহীন হৃদয় তলে,
উজার করি দিলাম আজি
খুশীর অশ্র“ জলে।

কাব্য আমার আপন জগৎ
মনের মহারানী,
তার লাগিয়া বেঁধেছিনু
ছোট্ট গৃহখানি।
সেই গৃহেতে বসত করে
আমার ভালোবাসা
প্রেয়সীকে চিনিয়ে দিতে
এই সভাতে আসা।
প্রিয়া আমার এমন প্রিয়া
থাকে সংগোপনে
আপন ইচ্ছায় উঁকি মারে
মনের বাতায়নে।
সেখান থেকে হাত বাড়িয়ে
আনি আপন ঘরে,
আলিঙ্গনে ধরা পড়ে
আমার বাহুডোরে।
তারে নিয়েই জীবন আমার
এই দেহের সে প্রাণ
সদাই যেনো গাইতে পারি
জীবনের জয়গান।

0 comments:

Post a Comment

 
Top