GIF

হতভাগ্য এ দেশ
---হুসেইন মুহম্মদ এরশাদ


ভয়ানক দ্রুত গতিতে ঝড়ের বেগে
কোথায় চলেছে প্রিয় এ দেশ? হতভাগ্য এ দেশকে
ক্রমাগত করছে গ্রাস ভয়ানক ভীতি;
সন্ত্রাস, দুর্নীতি এবং দ্রব্যমূল্যের উর্দ্ধগতি
গ্রাস করেছে দেশের প্রতিটি অঙ্গ ও এলাকা;
দিশেহারা আজ সুশীল সমাজ, দিশেহারা
শহর-গ্রাম-গঞ্জের মানুষ। খুন-হত্যা-লুটপাট
চলছে লাগামহীন। আইন-নিয়ম-কানুন লুটছে
ধুলিতে; নিরাপত্তার অভাব চারিদিকে। একদিকে
মঙ্গা অন্যদিকে হাতিয়ে নেয়ার প্রতিযোগিতা;
কখন কে কীভাবে লুটবে সম্পদ তার তীব্র
প্রতিযোগিতায় পদদলিত সাধারণ মানুষ।

ক্ষেতের ফসল নিয়ে লুকোচুরি। যাদের হাতে
উৎপাদন, যাদের লাঙ্গলের ফলায় ফলছে
ফসল-উঠোন শূন্য তাদের, ঘরে নেই খাবার।
শোনা যায় অভাবের নিদার“ন ডাক, ছুটছে
মানুষ যে যেদিকে পারে কাজের সন্ধানে। চলছে
ডাকাতি হাটে-বাজারে, অফিস আদালতে।
যাদের জন্য এ দেশ তাদের নাভিশ্বাস
আর মাঠের কিনারে বসে ক্ষুধার্ত হাতের
সংখ্যা বাড়ছে ক্রমাগত। এর শেষ কোথায়?
কে করবে উদ্ধার জানে না কেউ; শুধু
অসহায় মানুষ তাকিয়ে দেখছে অদ্ভুত
অনিশ্চয়তার বিরাট এক ঢালু বেয়ে নীচে, বহু নীচে
নেমে যাচ্ছে দেশ, এক অন্ধকার খাদে।

আনন্দ উৎসব আজ গল্পের মত শোনায়-
চারদিকে ক্ষমতার ভাগাভাগি, কাড়াকাড়ি অর্থের
সম্পদের পাহাড় গড়ার প্রতিযোগিতায় কিছু মানুষ
ভুলে গেছে মৃত্যুকে, যার স্বাদ একদিন সকলকে
নিতে হবে। যেতে হবে কবরে- মাটির নীচে।
এর পরও কোথায় যেন বাঁচার আশ্বাস
কোথায় যেন শোনা যায় পাখির মিষ্টি ডাক
কোথায় যেন ভাসে সবুজ ফসলের গন্ধ
কোথায় যেন উঁকি দেয় আশার আলো।

সেই আলোর সন্ধান পেতে হবে, যেতে হবে
যত দুর যেতে হয় শান্তির সন্ধানে। এ দেশের
ক্ষেতে খামারে, ভাঙ্গা ঘরে ফোঁটাতে হবে জীবন সঙ্গীত
জীবনের মূল্যকে জাগাতে হবে প্রতিটি ঘরে।

তা না হলে
ক্ষমা নেই কারো
মাটি ও মানুষ
ক্ষমা করবে না কাউকেই।       
(২৩ নভে¤^র- ২০০৩)

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top