GIF

এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
সময়ের সাহসী সৈনিক
-------- হুসেইন মুহম্মদ এরশাদ


সময়ের সাহসী সৈনিক সে
একটি মাধ্যম একটি বিষ্ময়
নতুন যুগের নতুন সে
ইতিহাস ঐতিহ্যের সন্তান
আবহমান বাংলার লালিত স্বপ্ন
যেন চিরায়ত মুখ সে
এটিএন বাংলা ।

রূপে ও রসে, গন্ধে ও স্পর্শে
নিত্য নতুন অপরূপ রূপের
সমারোহ যার মোহ আবিষ্ট করে
অন্তর মন নিরন্তর সে
এটিএন বাংলা।

সুরে ও ছন্দে ভাবে ও ভাষায়
আশায় আর ভালবাসায়
কতো যে নিবির করেছে আমায়
প্রিয়সীর বাহু বন্ধনের মতো সে
এটিএন বাংলা।

বিংশ শতাব্দীর শেষ সিঁড়িতে
পা রেখে যার যাত্রা
হয়েছিলো শুরু এখন সে
নতুন শতাব্দীর পতাকা নিয়ে
যুগের চেয়েও এগিয়ে যাবার পথে
এটিএন বাংলা সে এটিএন বাংলা।


---------- ০ ------------

তারিখ ঃ ১৩ জুলাই ২০০৪

0 comments:

Post a Comment

 
Top