একটি অঙ্গীকার হুসেইন মুহম্মদ এরশাদ
কুয়াশার স্বপ্ন-চাদর সোহাগের হাতে
সরিয়ে দিয়ে বহমান নদীটার
উচ্ছল বুকে যখন সাতাঁর আমি দিয়েছি
মেঘের অবগুন্ঠন খুলে আধা চাঁদ
লাজুক আলো দিয়ে আমার সকল
ক্লান্তির ক্ষত ধুয়ে- মুছে দিয়েছে।
আমরা ছুটছি রাজধানি থেকে দুরে
বহু দুরে যেখানে বসন্তের গন্ধে ভরা
যৌবনের উন্মাদনায় নদীটা ছুটে চলেছে
সাগরের সাথে আলিঙ্গনের নেশায়।
আমি আমার সাথীরাও চলছি সেই দিকে
দক্ষিণে, দেশের হিসেবে সেই অঞ্চলের নাম
দক্ষিণবঙ্গ। সাগরের নুনা জল
সেখানে জোয়ারের খেলা খেলে,
আবার ভাটিতে লুকায় লুকোচুরি ছলে।
ওই দিকের মানুষেরা নাকি
ডাঙ্গায় বাঘ আর নদীতে
হাঙ্গর কুমিরের সাথে লড়াই করে
সেই সংগ্রামী জীবনের প্রতীক দক্ষিণবঙ্গের
মানুষেরা আমায় ডাক দিয়েছে। ওরা
আমার অনেক ভালবাসার বাধনে বাঁধা,
ওরা আমায় কাঁদায় হাসায় আবর
বুকে তুলে নেয় নদীটার মতো
ভাসায় ডুবায় আবার ভালবাসায়
দু'কুল ছাপিয়ে সব উজার করে দেয়।
সব মিলিয়ে সেখানে আছে আমার
অনেক প্রেম আমি খুঁজে পাই
সাধারণ মানুষের অনেক বেশী
ভালবাসার গন্ধ; ওরা আমাকে
কাছে টানে সাগরের পানে নদীর মতো।
বহুবার গেছি ওই দক্ষিনে
একদা যেখানে নদীরাই ছিলো
চলার মাধ্যম একবার দু’বার তো
ভালই লাগে আদিম ব্যবস্থা।
তুমি বাংলার ইতিহাসে একজন মহা নায়ক
ReplyDelete