তোমাদের দোয়া প্রার্থী আমি
--- হুসেইন মুহম্মদ এরশাদ
দোয়া প্রার্থী আমি এ মুহুর্তে তোমাদের
নির্মল প্রভাতের স্বচ্ছতা আমাকে
স্পর্শ করুক কর“নায় তাঁর যার প্রতীক্ষা
করেছি আমি দিনের পর দিন। তিতীক্ষায়
পরম কর“নাময়ের কাছে প্রার্থনায়
দাঁড়াবার শক্তি আমি চেয়েছি।
কারাগারের কর“ন যন্ত্রনার মধ্যেও
স্বপ্ন দেখেছি পবিত্র মক্কা মদিনার,
ধ্যানে মগ্ন হবার তৌফিক চেয়েছি
সর্বশক্তিমান যিনি তাঁর কাছে।
রাত্রি গভীর হলে সময়ের শূন্যতাকে
স্বাক্ষী রেখে ক্ষমা চেয়েছি ভুল যদি
হয়ে থাকে আমার। দীর্ঘদিন পেরিয়েও
তাঁর দয়া ও ইচ্ছার কাছে যাবার
সুযোগও তিনিই দিয়েছেন। তাঁর
নির্ধারিত পথে চলার তাগিদ
অনুভব করেও হয়তবা
করেছি ভুল ভ্রান্তি অনেক। উদ্দেশ্য
ছিলনা যদিও তাঁর আদেশ অমান্য করার।
অসময়ে অসুস্থ্যতা আমাকে দিয়েছে ইঙ্গিত
তাঁকে স্মরণ করার। তাঁকে ভয় করে
জগতের যত লোভ ডিঙ্গিয়ে
অগনিত লোক যেখানে
জমা হয় একই উদ্দেশ্যে সেই পবিত্র জায়গায়
আবার যাবার এ মুহুর্তে
ধন্য আমি। এবং তোমাদের দোয়াপ্রার্থী।
--- হুসেইন মুহম্মদ এরশাদ
দোয়া প্রার্থী আমি এ মুহুর্তে তোমাদের
নির্মল প্রভাতের স্বচ্ছতা আমাকে
স্পর্শ করুক কর“নায় তাঁর যার প্রতীক্ষা
করেছি আমি দিনের পর দিন। তিতীক্ষায়
পরম কর“নাময়ের কাছে প্রার্থনায়
দাঁড়াবার শক্তি আমি চেয়েছি।
কারাগারের কর“ন যন্ত্রনার মধ্যেও
স্বপ্ন দেখেছি পবিত্র মক্কা মদিনার,
ধ্যানে মগ্ন হবার তৌফিক চেয়েছি
সর্বশক্তিমান যিনি তাঁর কাছে।
রাত্রি গভীর হলে সময়ের শূন্যতাকে
স্বাক্ষী রেখে ক্ষমা চেয়েছি ভুল যদি
হয়ে থাকে আমার। দীর্ঘদিন পেরিয়েও
তাঁর দয়া ও ইচ্ছার কাছে যাবার
সুযোগও তিনিই দিয়েছেন। তাঁর
নির্ধারিত পথে চলার তাগিদ
অনুভব করেও হয়তবা
করেছি ভুল ভ্রান্তি অনেক। উদ্দেশ্য
ছিলনা যদিও তাঁর আদেশ অমান্য করার।
অসময়ে অসুস্থ্যতা আমাকে দিয়েছে ইঙ্গিত
তাঁকে স্মরণ করার। তাঁকে ভয় করে
জগতের যত লোভ ডিঙ্গিয়ে
অগনিত লোক যেখানে
জমা হয় একই উদ্দেশ্যে সেই পবিত্র জায়গায়
আবার যাবার এ মুহুর্তে
ধন্য আমি। এবং তোমাদের দোয়াপ্রার্থী।
0 comments:
Post a Comment