শ্রাবনের সৃষ্টিতে
----- হুসেইন মুহম্মদ এরশাদ
উঠোন ভরে নামছে বৃষ্টি
ঋতু পার হয়ে শ্রাবনের সৃষ্টিতে
ক্রমে হারিয়ে যাবে আমার দৃষ্টি,
শ্রাবনের ভেজা শব্দ
আমাকে নিয়ে যায় গভীরে
এক উজ্জল ম্মৃতি থেকে অন্য স্মৃতিতে
এ স্মৃতি আমার শৈশবের।
রেল লাইনের গা ঘেসে শাল-সেগুন
আর শিরিষের ডালপালা ছুঁয়ে
আমার শরীর বেয়ে নামছে
সেই কবেকার ঘরে ফেরার আনন্দ
পাঠশালা থেকে ঘরে ফেরা;
ভেজা জামা শরীরে শুকিয়ে যাওয়া
টিনের চাল বেয়ে বৃষ্টির ফোঁটা দেখা
বারান্দায় বসে মার হাতে মুড়ি মাখা
একান্ত মাতৃস্নেহের বকা-ঝকা সব যেনো
লুকিয়ে থাকে শ্রাবনের সৃষ্টিতে;
বৃষ্টির ভিতর কোথাও একটি আবিষ্কার
ঘাসের ফুলের আড়াল থেকে সে বলে
প্রভাতে পৃথিবীর নীরব ঠিকানা
বিস্তৃত মাঠের ওপরে স্নিগ্ধ আকাশ
দুরে ধান ক্ষেতে শস্যের আভাস
আমাকে নিয়ে যায় গভীরে
হারানো মানুষের প্রীতির অন্তরে
গভীর থেকে গভীর এক
অগাধ দৃষ্টি যেনো শ্রাবনের সৃষ্টিতে।
(রাষ্ট্রপতি থাকাকালে লেখা অপ্রকাশিত কবিতা)
----- হুসেইন মুহম্মদ এরশাদ
উঠোন ভরে নামছে বৃষ্টি
ঋতু পার হয়ে শ্রাবনের সৃষ্টিতে
ক্রমে হারিয়ে যাবে আমার দৃষ্টি,
শ্রাবনের ভেজা শব্দ
আমাকে নিয়ে যায় গভীরে
এক উজ্জল ম্মৃতি থেকে অন্য স্মৃতিতে
এ স্মৃতি আমার শৈশবের।
রেল লাইনের গা ঘেসে শাল-সেগুন
আর শিরিষের ডালপালা ছুঁয়ে
আমার শরীর বেয়ে নামছে
সেই কবেকার ঘরে ফেরার আনন্দ
পাঠশালা থেকে ঘরে ফেরা;
ভেজা জামা শরীরে শুকিয়ে যাওয়া
টিনের চাল বেয়ে বৃষ্টির ফোঁটা দেখা
বারান্দায় বসে মার হাতে মুড়ি মাখা
একান্ত মাতৃস্নেহের বকা-ঝকা সব যেনো
লুকিয়ে থাকে শ্রাবনের সৃষ্টিতে;
বৃষ্টির ভিতর কোথাও একটি আবিষ্কার
ঘাসের ফুলের আড়াল থেকে সে বলে
প্রভাতে পৃথিবীর নীরব ঠিকানা
বিস্তৃত মাঠের ওপরে স্নিগ্ধ আকাশ
দুরে ধান ক্ষেতে শস্যের আভাস
আমাকে নিয়ে যায় গভীরে
হারানো মানুষের প্রীতির অন্তরে
গভীর থেকে গভীর এক
অগাধ দৃষ্টি যেনো শ্রাবনের সৃষ্টিতে।
(রাষ্ট্রপতি থাকাকালে লেখা অপ্রকাশিত কবিতা)
0 comments:
Post a Comment