বিবর্ণ উৎসব
---হুসেইন মুহম্মদ এরশাদ
ঐতিহ্যের উৎসবের দিনটা এবার
বিবর্ণ হয়ে গেলো তৃষ্ণা ভরা
তপ্ত বালুতে বৈশাখী বৃষ্টির বদলে
রক্তের হোলি খোলা হলো বলে-।
প্রবাদে বলে বছরের প্রথম দিনটা
মনোরম ভাবে কেটে গেলে নাকি
সারাটা বছর ভালো ভাবে চলে-।
গত পয়লা বৈশাখ তো এমন ছিলানা,
বিশ্ব ছিলো শান্ত স্থিতিশীল
যুদ্ধ ছিলোনা- যুদ্ধের কথা স্বপ্নেও
ভাবিনি কেউ- তারপরও কেন যুদ্ধ-?
প্রবাদ ভুল হলো কেনো- নববর্ষের
প্রত্যাশা ঢেকে গেল কেনো বিষন্নতায়?
‘চৌদ্দশ’ নয় চলে গেলো আমাদের
আহত হৃদয়ের রক্তক্ষরণ দেখে।
বিশ্ব আজ বিচ্ছিন্ন নয়, মানুষ
মানুষের ভাই- সবাই একসুত্রে গাঁথা-
তাই দজলা ফোরাতের জল
লাল দেখে আতকে উঠেছি
কারবালার ধুসর মর“র ঊষর বুকে
আবার রক্তের দাগ দেখে
ব্যাথিত হয়েছি-। ছ’ হাজার বছরের
প্রাচীন সভ্যতার পাদপীঠ বসরার
ধ্বংস দেখে শিউরে উঠেছি।
শত পূন্যময় স্মৃতি যেখানে জড়িয়ে
হযরত আলী (রাঃ) হযরত ইমাম হোসেন (রাঃ)
হযরত আব্দুল কাদের জিলানী (রাঃ)
যেখানে ঘুমিয়ে আছেন- সেখানে
কেনো মানবিকতা হবে পদদলিত-
হৃদয় ভারাক্রান্ত এই উৎসবের দিনে।
মেসোপটেমীয় সভ্যতার লীলাভুমি
আজ হয়ে গেলো পোড়া মাটির ভিটা।
এই শোকবহ স্মৃতি বুকে নিয়ে
নববর্ষকে বরন করি আবার
নতুন করে সব কিছু সাজানোর
স্বপ্ন নিয়ে। স্বপ্নই যে জীবন
স্বপ্নই যে জীবকে বাঁচাতে শেখায়-
ইরাকের রক্ত ভেজা মাটি আবার
সরস হয়ে উঠুক জীবনের স্পন্দনে
করু নাময়ের কাছে এই প্রার্থনা।
---হুসেইন মুহম্মদ এরশাদ
ঐতিহ্যের উৎসবের দিনটা এবার
বিবর্ণ হয়ে গেলো তৃষ্ণা ভরা
তপ্ত বালুতে বৈশাখী বৃষ্টির বদলে
রক্তের হোলি খোলা হলো বলে-।
প্রবাদে বলে বছরের প্রথম দিনটা
মনোরম ভাবে কেটে গেলে নাকি
সারাটা বছর ভালো ভাবে চলে-।
গত পয়লা বৈশাখ তো এমন ছিলানা,
বিশ্ব ছিলো শান্ত স্থিতিশীল
যুদ্ধ ছিলোনা- যুদ্ধের কথা স্বপ্নেও
ভাবিনি কেউ- তারপরও কেন যুদ্ধ-?
প্রবাদ ভুল হলো কেনো- নববর্ষের
প্রত্যাশা ঢেকে গেল কেনো বিষন্নতায়?
‘চৌদ্দশ’ নয় চলে গেলো আমাদের
আহত হৃদয়ের রক্তক্ষরণ দেখে।
বিশ্ব আজ বিচ্ছিন্ন নয়, মানুষ
মানুষের ভাই- সবাই একসুত্রে গাঁথা-
তাই দজলা ফোরাতের জল
লাল দেখে আতকে উঠেছি
কারবালার ধুসর মর“র ঊষর বুকে
আবার রক্তের দাগ দেখে
ব্যাথিত হয়েছি-। ছ’ হাজার বছরের
প্রাচীন সভ্যতার পাদপীঠ বসরার
ধ্বংস দেখে শিউরে উঠেছি।
শত পূন্যময় স্মৃতি যেখানে জড়িয়ে
হযরত আলী (রাঃ) হযরত ইমাম হোসেন (রাঃ)
হযরত আব্দুল কাদের জিলানী (রাঃ)
যেখানে ঘুমিয়ে আছেন- সেখানে
কেনো মানবিকতা হবে পদদলিত-
হৃদয় ভারাক্রান্ত এই উৎসবের দিনে।
মেসোপটেমীয় সভ্যতার লীলাভুমি
আজ হয়ে গেলো পোড়া মাটির ভিটা।
এই শোকবহ স্মৃতি বুকে নিয়ে
নববর্ষকে বরন করি আবার
নতুন করে সব কিছু সাজানোর
স্বপ্ন নিয়ে। স্বপ্নই যে জীবন
স্বপ্নই যে জীবকে বাঁচাতে শেখায়-
ইরাকের রক্ত ভেজা মাটি আবার
সরস হয়ে উঠুক জীবনের স্পন্দনে
করু নাময়ের কাছে এই প্রার্থনা।
0 comments:
Post a Comment