GIF

কৃষকের গান
-----হুসেইন মুহম্মদ এরশাদ

শত বঞ্চনার শৃক্সখল ছিঁড়ে-
কৃষক জনতা দাঁড়িয়েছে ঘুরে-
এবার এ দেশের দুঃখ ঘুচবে।
কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে

আর নয় সময়ের অপচয়,
নয় কোনো ভাবে কোনো পরাজয়-।
ব্যর্থতার গ­ানি মুছে দিয়ে-
বিজয়ের দৃঢ় অঙ্গীকার নিয়ে
নতুন দিগন্তে নতুন সূর্য
এবার উঠবে
কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে ...............

হাতে হাত রেখে গোটা জাতি
চিরদিন চলবো,
বিপ­বে সংগ্রামে নির্ভরতার
কথা শুধু বলবো।

এ দেশের মাটিতে
লাঙ্গলের ফলাতে
এবার আবার নতুন করে
বাঁচার আশা জাগবে
কৃষক বাঁচবে বাংলাদেশ বাঁচবে  .................

0 comments:

Post a Comment

 
Top