শুধু তোমারই জন্যে
ভোরের পাখিটির মতন
কে যেন ডেকে ওঠে বুকের ভেতর
উড়ে যায় দুরে প্নে কোথাও
কার ছায়া ভাসে দুচোখে এমন
কাজলের রেখাটিও যেমন
আবছা হলেও থেকে যায় চোখের পাতায়
স্মৃতির ঢাকনা খুলি অপেক্ষায় থাকি তোমার জন্য।
প্রাতে, দিনান্তে, কিংবা নিশিথে
মনের মাঝে আঁকা তোমার ছবি দেখি
ভাবি অবিরাম, তোমারে ভালবেসে যা পেয়েছি
তার প্রতিদান কি দিতে পারি?
তার চেয়ে ভালো, এসো নিরজনে
হাতে হাত রাখি চলি আনমনে
যেতে যেতে বিথীকায় দেখি সহসা
তোমার আমার প্রেমের ফুল ফুটে আছে সাঁঝের বেলাÑ
সে ফুল পরাবো আমি তোমার কবরীতে
এই সে উপহার শুধু তোমারই জন্যে।
ভোরের পাখিটির মতন
কে যেন ডেকে ওঠে বুকের ভেতর
উড়ে যায় দুরে প্নে কোথাও
কার ছায়া ভাসে দুচোখে এমন
কাজলের রেখাটিও যেমন
আবছা হলেও থেকে যায় চোখের পাতায়
স্মৃতির ঢাকনা খুলি অপেক্ষায় থাকি তোমার জন্য।
প্রাতে, দিনান্তে, কিংবা নিশিথে
মনের মাঝে আঁকা তোমার ছবি দেখি
ভাবি অবিরাম, তোমারে ভালবেসে যা পেয়েছি
তার প্রতিদান কি দিতে পারি?
তার চেয়ে ভালো, এসো নিরজনে
হাতে হাত রাখি চলি আনমনে
যেতে যেতে বিথীকায় দেখি সহসা
তোমার আমার প্রেমের ফুল ফুটে আছে সাঁঝের বেলাÑ
সে ফুল পরাবো আমি তোমার কবরীতে
এই সে উপহার শুধু তোমারই জন্যে।
0 comments:
Post a Comment