নতুন সংগ্রাম
-- হুসেইন মুহম্মদ এরশাদ
আজ নতুন সংগ্রামে সামিল হতে
সামনে এসে দাঁড়িয়েছি
এক দুরন্ত দূর্বার বৈশাখের-।
পিছনে ফেলে এসেছি
কোকিলের মন মাতানো গান,
বসন্ত বাতাসের সোহাগ মাখা পরশ,
বাসন্তি রঙে রাঙানো রমনীর
ভালবাসার আবেগ জড়ানো আলিঙ্গন,
পত্র-পলবের কঁচি হাসির ফোয়ারা-
শিমুল আর পলাশের লাল রঙের বৃষ্টি,
মেঠো পথে পালকী চলা
নববধুর লাজ- রাঙা দৃষ্টি,
পাশে পাশে পায়ে চলা বরের
স্বপ্ন বিভোর মন,
কৃষাণ-কৃষাণীর ক্ষণিকের অবকাশ জীবন
এই সব অতীত- স্মৃতিময় দিন।
আবার সেই দিন ফিরে পেতে চাই বলে
শুর“ করতে হবে নতুন সংগ্রাম,
এক বিবর্ণ বসন্তের নিরাবরণা শরীরে
হারানো বসন পড়াবো বলে আজ
নতুন প্রভাতে করেছি অঙ্গীকার।
হয়তো উচ্ছল বৈশাখে কালবৈশাখী
এসে তপ্ত নিঃশ্বাস ছড়াবে
পথে প্রান্তরে মাঠে-ঘাটে আঙ্গিনায়
এতোটুকু মাথা গোজার বসত বাড়িতে,
তবুও নতুন সংগ্রাম চলবে
স্বকিয়তায় মাথা তুলে দাঁড়াবার।
আমি বৈশাখের কাছ থেকেই
দীক্ষা পেয়ে শিক্ষা নিয়েছি-
ঘুর্ণিপাকের পাগলা হাওয়ার মাঝে উল্টো পাকে
দাঁড়াতে না পারলে খড়-কুটার মতই
উড়ে যেতে হয়। মূল ছিঁড়ে
কখনো উড়বো না বলেই আজ
নতুন সংগ্রামে সামিল হবো
সময়ের সুচনার প্রতীক বৈশাখের সাথে,
সেই ফেলে আসা দিন হারানো বসন্ত
আবার ফিরে পাবো বলে।
-- হুসেইন মুহম্মদ এরশাদ
আজ নতুন সংগ্রামে সামিল হতে
সামনে এসে দাঁড়িয়েছি
এক দুরন্ত দূর্বার বৈশাখের-।
পিছনে ফেলে এসেছি
কোকিলের মন মাতানো গান,
বসন্ত বাতাসের সোহাগ মাখা পরশ,
বাসন্তি রঙে রাঙানো রমনীর
ভালবাসার আবেগ জড়ানো আলিঙ্গন,
পত্র-পলবের কঁচি হাসির ফোয়ারা-
শিমুল আর পলাশের লাল রঙের বৃষ্টি,
মেঠো পথে পালকী চলা
নববধুর লাজ- রাঙা দৃষ্টি,
পাশে পাশে পায়ে চলা বরের
স্বপ্ন বিভোর মন,
কৃষাণ-কৃষাণীর ক্ষণিকের অবকাশ জীবন
এই সব অতীত- স্মৃতিময় দিন।
আবার সেই দিন ফিরে পেতে চাই বলে
শুর“ করতে হবে নতুন সংগ্রাম,
এক বিবর্ণ বসন্তের নিরাবরণা শরীরে
হারানো বসন পড়াবো বলে আজ
নতুন প্রভাতে করেছি অঙ্গীকার।
হয়তো উচ্ছল বৈশাখে কালবৈশাখী
এসে তপ্ত নিঃশ্বাস ছড়াবে
পথে প্রান্তরে মাঠে-ঘাটে আঙ্গিনায়
এতোটুকু মাথা গোজার বসত বাড়িতে,
তবুও নতুন সংগ্রাম চলবে
স্বকিয়তায় মাথা তুলে দাঁড়াবার।
আমি বৈশাখের কাছ থেকেই
দীক্ষা পেয়ে শিক্ষা নিয়েছি-
ঘুর্ণিপাকের পাগলা হাওয়ার মাঝে উল্টো পাকে
দাঁড়াতে না পারলে খড়-কুটার মতই
উড়ে যেতে হয়। মূল ছিঁড়ে
কখনো উড়বো না বলেই আজ
নতুন সংগ্রামে সামিল হবো
সময়ের সুচনার প্রতীক বৈশাখের সাথে,
সেই ফেলে আসা দিন হারানো বসন্ত
আবার ফিরে পাবো বলে।
0 comments:
Post a Comment