নতুন দিনের অঙ্গীকার
আগামী দিনের নতুন
সংগ্রামে সামিল হতে
আমি জনতার
সামনে এসে দাঁড়িয়েছি
বুকে নিয়ে নতুনকে গড়ার
দুরন্ত দূর্বার প্রত্যয়ে-।
পিছনে ফেলে এসেছি
অজস্র ব্যর্থতা
অনেক গানিকর অধ্যায়
বিষাক্ত বাতাস।
সামনের সময়কে
বর্নিল সাজে সাজাতে
শুরু করতে হবে
নতুন সংগ্রাম,
বিগত বিবর্ণ দিনের
নিরাবরণা শরীরে
সোনালী বসন পড়াবো বলে
জনতার কাছে
নতুন প্রভাতে
করেছি অঙ্গীকার।
আগামী দিনের নতুন
সংগ্রামে সামিল হতে
আমি জনতার
সামনে এসে দাঁড়িয়েছি
বুকে নিয়ে নতুনকে গড়ার
দুরন্ত দূর্বার প্রত্যয়ে-।
পিছনে ফেলে এসেছি
অজস্র ব্যর্থতা
অনেক গানিকর অধ্যায়
বিষাক্ত বাতাস।
সামনের সময়কে
বর্নিল সাজে সাজাতে
শুরু করতে হবে
নতুন সংগ্রাম,
বিগত বিবর্ণ দিনের
নিরাবরণা শরীরে
সোনালী বসন পড়াবো বলে
জনতার কাছে
নতুন প্রভাতে
করেছি অঙ্গীকার।
0 comments:
Post a Comment