হারিয়ে যাওয়া স্বপ্ন
--- হুসেইন মুহম্মদ এরশাদ
আমার দু'চোখ ভরা স্বপ্ন ছিলো
সচল করবো কলের চাকাজ্জ
শ্রমিকের হাতের পেশি
দেখবো যেনো শিশায় গড়া।
উৎপাদনে উন্নয়নে হবো মোরা
জগৎ সেরাজ্জ হাসবে শ্রমিক
বাঁচবে মানুষ, জাগবে দেশ
থাকবে না ক্ষুধাজ্জ স্বনির্ভরের গর্ব নিয়ে
থাকবে জাতি মনের সুখে।
কখন যেনো হারিয়ে গেলো
দু’চোখের সেই স্বপ্ন আমার
কলের চাকা ঘুরছেনা আর
দিচ্ছেনা আর চিমনি ধোঁয়াজ্জ
বিকল হলো যন্ত্রগুলো মরচে ধরে
শ্রমিক ভাইয়ের হাত দুটো তাই
হয়ে গেলো পাটের কাঠিজ্জ
পেটের চামরা পিঠে লাগলো
বাসনগুলোর ঠন্ঠানিতেজ্জ
হায়রে আমার স্বপ্নগুলো
স্বপ্ন হয়েই থেকে গেলো।
--- হুসেইন মুহম্মদ এরশাদ
আমার দু'চোখ ভরা স্বপ্ন ছিলো
সচল করবো কলের চাকাজ্জ
শ্রমিকের হাতের পেশি
দেখবো যেনো শিশায় গড়া।
উৎপাদনে উন্নয়নে হবো মোরা
জগৎ সেরাজ্জ হাসবে শ্রমিক
বাঁচবে মানুষ, জাগবে দেশ
থাকবে না ক্ষুধাজ্জ স্বনির্ভরের গর্ব নিয়ে
থাকবে জাতি মনের সুখে।
কখন যেনো হারিয়ে গেলো
দু’চোখের সেই স্বপ্ন আমার
কলের চাকা ঘুরছেনা আর
দিচ্ছেনা আর চিমনি ধোঁয়াজ্জ
বিকল হলো যন্ত্রগুলো মরচে ধরে
শ্রমিক ভাইয়ের হাত দুটো তাই
হয়ে গেলো পাটের কাঠিজ্জ
পেটের চামরা পিঠে লাগলো
বাসনগুলোর ঠন্ঠানিতেজ্জ
হায়রে আমার স্বপ্নগুলো
স্বপ্ন হয়েই থেকে গেলো।
0 comments:
Post a Comment