আমার জন্ম দিনে আমি
------ হুসেইন মুহম্মদ এরশাদ
আমার জন্মদিন আমার কাছে
সব দিনের মতোই সমান
সুখ দুঃখ আনন্দ ব্যাথা বেদনা
সংমিশ্রনের নিত্য দিনের ন্যায়
স্বচ্ছ স্বাভাবিক একটি দিন।
ব্যতিক্রম মনে হয় তখন
যখন ভোরের বাতাসে শুভেচ্ছার
গন্ধমাখা একমুঠো রজনীগন্ধা কিংবা
এক গুচ্ছ গোলাপ উপহার আসে
প্রিয়জনের হাতের ছোঁয়া নিয়ে।
বন্ধুর টেলিফোনে যখন মুখ ভাঙ্গে
‘হ্যাপি বার্থ ডে’ বার্তা আমাকে
জানিয়ে দেয় এই দিনে আমি
পৃথিবীর আলোতে স্নাত হয়ে
মায়ের কোলে প্রথম উঠেছিলাম।
এই দিনটি ছিলো আমার মায়ের
সবচেয়ে বড় আনন্দদিন,
প্রাণ খুলে দেয়া মায়ের দোয়া
মাথায় নেয়ার অনাবিল সুখ
অনুভবের স্মরনীয় দিন।
জন্মদিনে মায়ের দোয়ার পবিত্র অনুভুতি
বুকে নিয়ে আজো আছি জীবনের ধারায়
তবু শুধু বারে বারে মনে হয়
জীবনের সব জন্মদিনে কেনো থাকে না
মায়ের পবিত্র হাত সন্তানের শিরে!
------ হুসেইন মুহম্মদ এরশাদ
আমার জন্মদিন আমার কাছে
সব দিনের মতোই সমান
সুখ দুঃখ আনন্দ ব্যাথা বেদনা
সংমিশ্রনের নিত্য দিনের ন্যায়
স্বচ্ছ স্বাভাবিক একটি দিন।
ব্যতিক্রম মনে হয় তখন
যখন ভোরের বাতাসে শুভেচ্ছার
গন্ধমাখা একমুঠো রজনীগন্ধা কিংবা
এক গুচ্ছ গোলাপ উপহার আসে
প্রিয়জনের হাতের ছোঁয়া নিয়ে।
বন্ধুর টেলিফোনে যখন মুখ ভাঙ্গে
‘হ্যাপি বার্থ ডে’ বার্তা আমাকে
জানিয়ে দেয় এই দিনে আমি
পৃথিবীর আলোতে স্নাত হয়ে
মায়ের কোলে প্রথম উঠেছিলাম।
এই দিনটি ছিলো আমার মায়ের
সবচেয়ে বড় আনন্দদিন,
প্রাণ খুলে দেয়া মায়ের দোয়া
মাথায় নেয়ার অনাবিল সুখ
অনুভবের স্মরনীয় দিন।
জন্মদিনে মায়ের দোয়ার পবিত্র অনুভুতি
বুকে নিয়ে আজো আছি জীবনের ধারায়
তবু শুধু বারে বারে মনে হয়
জীবনের সব জন্মদিনে কেনো থাকে না
মায়ের পবিত্র হাত সন্তানের শিরে!
0 comments:
Post a Comment