GIF

ইচ্ছার স্বাধীনতা চাই
------- সুনীল শুভরায়


আমরা ইচ্ছার স্বাধীনতা চাইজ্জ।
মুক্ত বাতাসের প্রথম গন্ধেই
মুক্তির তুলনাহীন স্বাদ পেয়ে
ইচ্ছার সর্বস্বত্ব আমি কিনেছি।
কেঁদেছি হেসেছি ঘুমিয়েছি
নিজের ইচ্ছায়জ্জ তাকে নিয়ন্ত্রন করা
মানবো কেন?

আমিতো এখানে আসতে চাইনি,জ্জ
পৃথিবীর আলোজ্জ বাতাসে ফুলে ফলে
আমার কোনো লোভও ছিলনা।
এখানে আসায় আমার কোনো
দায়িত্ব নেইজ্জ অথচ আসতে হয়েছে।
আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র শুক্রকীট হতে চাইনিজ্জ
নর্দমার মতো নোংড়া জঞ্জালময়
জরায়ুতে যেতে কার সাধ হয়জ্জ!
সেখানেও যেতে হলো কোন অপরাধে
জানিনাজ্জ সকলের কি দোষ ছিলোজ্জ
সবাই সে দেশে এক বেশে থেকে
মুক্ত কেন হয়জ্জ কেউ রাজা, কেই ভিখারী হয়ে?
তার অস্তিত্বের কাছে প্রশ্নজ্জ
মুক্তির আগে কোন জগতে কি ভিন্নতা ছিলো?

এখানে এসে দেখেছি সব কিছু তারজ্জ
শুধু ইচ্ছেটাই আছে আমারজ্জ
সেই ইচ্ছের স্বাধীনতা চর্চায়
কোনো শর্তের দুর্লক্সঘনীয় পাহাড়?
যদি আমি কাল্পনিক কীর্তির কীর্তনে
অভ্য¯— নাহইজ্জ সে আমার ইচ্ছাজ্জ
কর্মেই যখন ফলজ্জ তখন
চাটুকারিতা না করা সেও আমার ইচ্ছাজ্জ
ন্যায় সত্য সততাকে উর্দ্ধে রেখে
অর্থহীন স্তুতি পরিত্যাগজ্জ তাও
হতে পারে আমার ইচ্ছা।
তাকে শর্তের বেড়াজালে আটকানো
আমি মানবো কেন?



কত স্তুতি- কত প্রশংসা- কত ডাকাকি
শুনতে অভ্য¯—জ্জ শোনার নেশা তার?
এসবে আমার ইচ্ছা না হলেজ্জ
কি দোষ হবে? আর ইচ্ছুক হলে কি
আমার ইচ্ছা রাস্তা পাবে?

এখানে এসে মায়ার জালে পড়িয়েছিজ্জ
তার সব কিছুকে ভালোবেসেছিজ্জ
আকাশ-বাতাস, আলো আঁধার
মাটি ফুল জল- সবার সাথে এখন
আত্মার আত্মীয়তাজ্জ; এখানে
আসতে যখন হয়েছেজ্জ ভালবাসার
এই পৃথিবীতে আমি থাকতে ইচ্ছুক,
আমার সে ইচ্ছার স্বাধীনতা
কেন খর্ব হবে একটি চুড়ান্ত শর্তে !

0 comments:

Post a Comment

 
Top