GIF

জীবনের ছবি
--- হুসেইন মুহম্মদ এরশাদ


আমার সমুখে অসংখ্য বিষ্ময়ের মধ্যে
অবাক চেয়ে দেখি পিছনে
পিতার শান্ত সৌম্য নিরব নিস্তব্ধ
বাঁধানো ছবির সামনে
এরিকের চঞ্চলতা দুরন্তপনা
দুশ্চিন্তাহীন ধাবমান জীবন।
এটা-ওটা ভাঙ্গা, এলোমেলো
ছড়িয়ে দেয়া, কুড়িয়ে নেয়া
আপন ভোলা মনে কত কিছু
উঁকি মারে তার;
ভাষাহীন ভাবনা নিয়ে ছুটে চলে
স্রষ্টার নতুন রচনা- নতুন দৃশ্য
অন্তহীন আদিম থেকে চলে আসা ধারার
নবীন সংস্করণ- নতুন বিষয়।
ওর কাছে রাতের আধাঁর, দিনের আলো
পাখীর কুজন, মেঘের গর্জন
বৃষ্টির ধারা, রোদের প্রখরতা
বসন্তের আদুরে ছোঁয়া- শীতের শীতল পরশ
হেমন্তের কুয়াশা- শরতের শিশির
সব কিছুই ঈদের আনন্দের মতো একাকার।

মাঝখানে আমি
পঞ্চ ইন্দ্রিয়ের সচেতনতার সাথে
হৃদয় মন চিন্তা চেতনা জাগ্রত এক মানুষ
দেয়ালে ঘড়ির কাঁটার দিকে
নিষ্পলক তাকিয়ে নিশ্বাস ফেলি
কখনো তার স্থায়ীয়তা দীর্ঘ হয়ে যায়।
অতীত বর্তমান আর ভবিষ্যতকে দেখি
সবই চোখের সামনে অথচ
ব্যবধান দূরত্ব সীমাহীন আকাশের মতো
ধরা ছোঁয়ার অনেক বাইরে-
ঘড়ির কাঁটাকে থামাতে পারিনা।
আমার শরীর মনের দিকে তাকাই
এরিকের দুর্বার গতির সামনে
আমি দেয়াল দিতে চাই
ধমক দেই- এটা ধরোনা ওটা করোনা
আমার অবচেতন ঈর্ষায়।
ওর মতো বর্তমানকে আমি হারিয়ে ফেলেছি
ফিরে পেতে অবা¯—ব ইচ্ছা আমাকে
কশাঘাত করে- জর্জরিত হই।
তাই হয়তো হিংসায় ক্ষোভে জ্বলে উঠি
এরিক যা পারে আমি তা পারিনা,
আমার বর্তমানের পিছনে অতীত
আসন সাজিয়ে রাখে। ওখানে
আমাকে বসতে হবে নিশ্চিত তবুও
মানতে পারিনা- অব্যক্ত যন্ত্রনা
আমাকে দগ্ধ করে, পিছনের
বাঁধানো বাবার ছবিকে ভয় পাই।

বাতায়ন থেকে দৃষ্টির সীমানায়
ফিরে আসে আকাশ
শূন্য মহাশূন্যে অন্তহীন শূন্যতার নিচে
জীবনের ছবিগুলো ভেসে উঠে
আবার হারিয়ে যায়- আবার আসে ।

0 comments:

Post a Comment

 
Top